প্রতিষ্ঠানের ইতিহাস

এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন উপজেলার বাউশা গ্রামের অধিবাসী জনাব মরহুম লে: কর্ণেল অব: শাহজাহান উদ্দিন ভূঞা। তিনি নিজের এলাকা মদন উপজেলায় তার মায়ের নামে একটি উচ্চ বিদ্যালয় এবং বাবার নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় প্রায় দিনই কেন্দুয়া উপজেলার ডাক বাংলায় অবস্থান করতেন। কেন্দুয়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ আব্দুল হক ভূঞা সাহেব মনে করেন লে: কর্ণেল অবঃ শাহজাহান উদ্দিন ভূঞা সাহেবকে আমাদের কেন্দুয়াতে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ করলে হয়তো তিনি একটি প্রতিষ্ঠান করতে পারেন। কেন্দুয়া সদরে একটি মাত্র উচ্চ বিদ্যালয় সরকারী হওয়ায় আরেকটি বেসরকারী প্রতিষ্ঠান আশু প্রয়োজন ছিল। বিষয়টি লেঃ কর্ণেল অব: শাহজাহান উদ্দিন ভূঞা সাহেবকে বুঝিয়ে বললে তিনি কেন্দুয়াতে একটি প্রতিষ্ঠান করতে রাজী হন। পরবর্তী সময় কেন্দুয়া সদরে নিজ অর্থায়নে ১২৩ শতাংশ ভূমি ক্রয় করে এবং এখানে একটি টিন সেড ঘর স্থাপন করে বিদ্যালয়ের ১৯৯৫ইং সনে পাঠদান কার্যক্রম শুরু করেন। পরবর্তী পর্যায়ে ১৯৯৭ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ৩০-০১-১৯৯৭ইং সনে এমপিও ভূক্ত হয় এবং মাধ্যমিক পর্যায়ে এমপিও ভূক্ত হয় ১০-০৫-২০০৪ইং সনে। বিদ্যালয়টি অবস্থান অত্যান্ত মনোরম পরিবেশে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা-১১২১।

বিস্তারিত